যুক্তরাষ্ট্রের মিয়ামি অঞ্চলে পর্যটন বিভাগে কর্মরত স্টিভের ইসলাম গ্রহন।
যুক্তরাষ্ট্রের মিয়ামি অঞ্চলে পর্যটন বিভাগে কর্মরত স্টিভ। নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সৌদি আরবের আভা এলাকায় ভ্রমণ করেন স্টিভ।ওই সময় তাঁরই পাশে অবস্থান করছিলেন শায়খ সুদাইস। শায়খ সুদাইসের পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত সহাকারী ও অনুবাদক সাআদ আল মাতরাফি আমেরিকার পর্যটক স্টিভকে কিছু খেজুর ও জমজমের পানি উপহার হিসেবে দেন।আল মাতরাফি বর্ণনা করেন, স্টিভ ইসলাম সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী। তাই ইসলাম ধর্মবিষয়ক নানা বই পাঠ করেন। প্রতিবেশী স্টিভের সঙ্গে সাক্ষাৎকালে শায়খ সুদাইস কোরআন ও হাদিসের আলোকে প্রতিবেশী সম্পর্কে ইসলামের শিক্ষা তুলে ধরেন। প্রতিবেশীর অধিকার ও ইহুদি নারী প্রতিবেশীর সঙ্গে রাসুল (সা.)-এর মানবিক আচরণের ঘটনা বর্ণনা করেন। প্রতিবেশীর প্রতি সুন্দরতম ব্যবহার হচ্ছে ইসলামি চরিত্রের অন্যতম গুণ। প্রতিবেশী হলো সেসব লোক যারা আপনার বাড়ির আশেপাশে বসবাস করে। যে আপনার সবচেয়ে নিকটবর্তী সে আপনার সুন্দর ব্যবহার এবং অনুগ্রহের সবচেয়ে বেশি হকদার।আল্লাহ তায়ালা বলেন,
(وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ)
‘আর মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করো, নিকটাত্মীয়, এতিম, মিসকিন, নিকটতম প্রতিবেশী ও পার্শ্ববর্তী প্রতিবেশীর প্রতিও।’ [সুরা নিসা, ৪ : ৩৬]