এবার দীঘি’কে দেখা যাবে বড় পর্দায়
সেই চাচ্চু ছবির শিশু শিল্পী দীঘি এখন নায়িকা। পড়াশুনার কারনের পর্দার আড়ালে ছিলেন। দীঘি দু’টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। “টুঙ্গিপাড়ার মিয়া ভাই” ও “ধামাকা” ছবিতে নায়ক শান্ত খানের বিপরীতে দেখা যাবে দিঘীকে। এফডিসি’র চূত্রে জানা যায় “টুঙ্গিপাড়ার মিয়া ভাই” ছবির শুটিং শুরু হয়ে গেছে। দীঘি নায়িকা চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলেন “আমি কোন ছবি করব আর কোনটা ফিরিয়ে দেব তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত বাব নেন। বাবার ইচ্ছাতেই ছবি দুটোতে কাজ করছি।”
ফারদিন দীঘি শিশু শিল্পি তিনবার পুরস্কার পেয়েছেন চলচিত্রে কাজ করার জন্য।