আজ থেকে যানবাহনের ভাড়া স্বাভাবিক
আজ থেকে বাড়তি ভাড়া বাতিল করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে সব ধরনের যানবাহন বন্ধ রাখা হয়। পরে ১উন থেকে অর্ধেক আসন ফাকা রেখে যানবাহন চালু করে । ৬০% ভাড়া বাড়তি করা হয়। আবার ১সেপ্টেম্বর,মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে বলা হয়েছে। এদিকে চালক,সুপারভাইজার,চালকের সহকারী, টিকিট কাউন্টার কর্মীদের নতুন করে মাস্ক পড়তে বলা হয়েছে। গত শনিবার বিআরটিএ নির্দেশনা জারি করে। বিআরটিএ বিজ্ঞপ্তিতে আরো বলে, চালক,সুপারভাইজার,চালকের সহকারী, টিকিট কাউন্টার কর্মীদের হাত ধোঁয়ার ব্যবস্থা থাকতে হবে এবং সুরক্ষিত রাখার জন্য হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে। যাত্রা শুরু এবং শেষে পরিস্কার পরিছন্ন রাখতে হবে এবং যাত্রীদের ব্যগ বসার সিট সুরক্ষা রাখার জন্যও করা নির্দেশ দিয়েছে।