বিড়াল দায়িত্ব পেল নিরাপত্তা’কর্মীর
আমরা কুকুরের হয়তো নানা ধরনের দূরদর্শিতা’র কথা শুনেছি। এলউড তো বিশ্ব রেকর্ড করতে চলেছে। অস্ট্রেলিয়ার একটি বিড়াল যার নাম এলউড। অস্ট্রেলিয়ার মেলবোর্নের রিচমন্ডের অ্যাপওর্থ হাসপাতালে নিরাপত্তার কর্মী হিসেবে নিয়োগ দিয়েছেন এলউড।
এলউডের হাসপাতালের অলিগলি সব পরিচিত কয়েকবছর ধরেই সে এই হাসপাতাল’টি ঘোরাঘুরি করছে। এনটিভি বলেন, অধ্যবসায় থাকলে যে সফল হওয়া যায় তার বাস্তব প্রমান এলউড। বিড়ালটি প্রায় ৩বছর ধরে এই হাসপাতালে আসা-যাওয়া। সেই থেকে কর্মী এবং দর্শনার্থী’দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এলউড। বিভিন্ন খবরে এমন টা বলেছেন, প্রানীপ্রেমীরা খবর টা বেশ ভালো ভাবে নিচ্ছেন এবং অনেকেই হাসপাতালের প্রসংসা করেছেন।
আবার অনেকেই বিড়াল’টির নাম দিতে চান রোডেন্ট কন্ট্রোল অফিসার।